তারুণ্যের শক্তি একটি রাষ্ট্রের অমিত সম্ভাবনার উৎস। ‘তারুণ্যের উৎসব-২০২৫’ আয়োজন উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য কে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় পিরোজপুর জেলায় আয়োজন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব- ২০২৫ কে সার্থক করে তুলতে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত পিরোজপুর জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পিরোজপুর জেলায় উৎসবটি জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতার অনুকূলে ক্রিকেট (T-10), ফুটবল, ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট এবং মিনি ম্যারাথন প্রতিযোগিতা, কৃষকদের অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতা, পিরোজপুর জেলার সাইকেল গ্রুপের তরুণ সদস্যদের অংশগ্রহণে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা সমাবেশের আওতায় তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ও উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। জনসচেতনতামূলক কার্যক্রমের অধীন মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন, বাল্য বিবাহের কুফল নিয়ে স্কুলে অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয়ে আলোচনা সভা, শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মা-সমাবেশ আয়োজন, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে ড্রাইভারদের নিয়ে সচেতনতামূলক সভা, ব্যবসায়ী সমিতি/চেম্বার অব কমার্স এর সদস্যগণের সাথে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, পলিথিন ব্যবহার রোধ বিষয়ে মতবিনিময় সভা, প্রাকৃতিক জীব বৈচিত্র্য বিলুপ্তি রোধে স্কুলে সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতা তৈরিতে হেলথ ক্যাম্প, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথসঙ্গীত (খোলা মঞ্চে), বিভিন্ন ক্যাটাগরির মেলা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত অসামর্থ যুবকদের আর্থিক সহায়তা প্রদান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও গুরত্বপূর্ণ ভূমিকা রাখা আহতদের ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, বর্জ্য শূন্য নিরাপদ নগর গড়ার প্রত্যয়ে Zero-waste Award Champion পুরস্কার প্রদান, অসামর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর/কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড এবং জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘তারুণ্যের উৎসব-২০২৫’ সফল করার জন্য সকল অংশীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।