মোতালেব বিশ্বাস লিখন, ইবি।।
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মোনাজাত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এক সমাবেশে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে পুনরায় অনুষদ ভবনের সামনে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে তাঁদের এই কর্মসূচি শেষ হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী আব্দুল কাইয়ুম বলেন, ‘মুসলিমদের একসময়ের কেবলা ছিল আল আকসা। যা ইহুদিরা দখল করে নিয়েছে। বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনের যে যুদ্ধ এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ করেছে, এই কর্মসূচি তাঁর প্রমাণ।’
অন্য শিক্ষার্থীরা বলেন, ‘আকসা কেবলা মুসলিমদের। দীর্ঘদিন যাবত ইসরায়েল ওই অংশকে দখল করে রয়েছে। আমরা যেমন ১৯৭১ সালে বাংলাদেশের ভূমির স্বাধীনতা মুক্তিযুদ্ধে নির্যাতনের স্বীকার হয়েছিলাম, ঠিক তেমনই ফিলিস্তিনিরা বছরের পর বছর নির্যাতনের স্বীকার হচ্ছে। আমরা তাঁদের ব্যথাটা অনুভব করতে পারছি বলে তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেছি।’