মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আদর্শ মানের কিন্ডারগার্টেন গুলো নিয়ে গঠিত সোনারগাঁ আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশন(সিকা’র) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে সোনারগাঁও সরকারী ডিগ্রি কলেজের অনার্স ভবনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মোট ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৭২৫ জন শিক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
পরিক্ষা শুরু হওয়ার পর পরিক্ষা কক্ষ গুলো পরিদর্শন করেন, অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু,অধ্যাপক খন্দকার দিল আফরোজা,কবি রহমান মুজিব ও অধ্যাপক শাহ আলী।
সোনারগাঁ আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কামাল মোল্লা ও সাধারণ সম্পাদক সিকান্দার আলীর সার্বিক পরিচালনায় এবারের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে আনন্দ মুখর পরিবেশে পরিক্ষায় অংশ নেয়।
তিনটি গ্রেডে শিক্ষার্থীদের মাঝে মোট ৫৫% বৃত্তি প্রদান করা হবে।আগামী ২০ ডিসেম্বরের মধ্যে পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে।