বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ অপরাহ্ন
আর মাত্র ৪৬ দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টে গেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। তফসিল ঘোষণার পর থেকেই দেশব্যাপী নির্বাচনের আমেজ। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র বিতরণ শুরুর পর তা আরও জোরালো হয়েছে। নির্বাচন হবে কি হবে না এক সময় কারও কারও মধ্যে এমন আশঙ্কা থাকলেও এখন সেই পরিস্থিতি পাল্টে গেছে বলা চলে সারাদেশই নির্বাচনমুখী।
বিএনপিসহ কিছু রাজনৈতিক দল এখনো রাজপথে আন্দোলনে থাকলেও আওয়ামী লীগসহ অর্ধশতাধিক দল নির্বাচনের মাঠে সক্রিয়। মনোনয়নপ্রত্যাশীরা সারাদেশ থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করে আবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে যাচ্ছেন। এ কারণে বিএনপির নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এখন অনেকটাই ম্লান।
ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করতে ক্ষমতাসীন দলের মনোনয়নপত্র সংগ্রহ করে নতুন করে আলোচনায় এসেছেন দেশের কয়েকজন নামকরা ক্রীড়াবিদ, চলচ্চিত্র শিল্পী, ব্যবসায়ী, আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী। শুধু আওয়ামী লীগ থেকেই দুইদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রায় দুই হাজার মনোনয়নপ্রত্যাশী। অন্যান্য দল থেকেও অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এ কারণে জাতীয় নির্বাচন নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে।