বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, ফিলিস্তিন, নাইজেরিয়া, গাম্বিয়া, ওআইসি ও সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের পর্যবেক্ষকরা।
কিছু সংঘর্ষ-সহিংসতার ঘটনা ঘটলেও সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের সহযোগিতায় রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত পৃথক সংবাদ সম্মেলনে সরেজমিনে সদ্যসমাপ্ত নির্বাচন দেখার পর তারা এমন প্রতিক্রিয়া জানান। নিজ নিজ দেশে ফিরে গিয়ে তারা এ নির্বাচন পর্যবেক্ষণের প্রতিবেদন দেবেন বলেও জানান।
সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস কম ভোটার প্রসঙ্গে বলেন, ভোটারের সংখ্যা বা উপস্থিতি দিয়ে আসলে মূল্যায়ন পূর্ণ হয় না। বাংলাদেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। তার দেশে সন্ধ্যা পর্যন্ত এমনকি একমাস আগেও ভোটগ্রহণ হয়। এখানে সংক্ষিপ্ত সময়ে ভোটগ্রহণের প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু ছিল এটাই বলব।