হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে ঘের সংক্রান্ত হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আলহাজ্ব শফিউল আযম। তিনি বলেন মৎস্য ঘেরের ডিডকে কেন্দ্র করে নিজের স্ত্রীকে পরিকল্পিত ভাবে এসিড নিক্ষেপ করে মূল ঘের মালিক আব্দুল্লাহ আল মামুনকে ফাঁসানোর চেষ্টা করছে। ঘটনাটি ২৯/০১/২০২৪ তারিখে রাত অনুমানিক ৭টা ২০ মিনিটের। প্রকৃত ঘের মালিক আব্দুল্লাহ আল মামুন জেলার তালা উপজেলার শাহাপুর গোরালী বিলে ৬০ বিঘা আয়তনের একটি মৎস্য ঘের আছে। ঐ ঘেরের কর্মচারী আলি মুরাদ আহমেদ ও তার স্ত্রী সাকিলা আক্তার দীর্ঘদিন ঘেরটির কর্মচারী হয়ে দেখাশোনা করত। তবে সে এবং তার স্ত্রী কয়েক বছর আব্দুল্লাহ আল মামুনের ঘেরের হিসাব ঠিকমত দিতনা। এ নিয়ে মালিক ও কর্মচারী মুরাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তুচ্ছ এই বিরোধকে পূজি করে মুরাদ উক্ত ঘের তার নিজের বলে দাবী করে নানান ষড়যন্ত্র করতে থাকে। এই বিরোধ নিয়ে গত সোমবার সন্ধ্যায় শাহাপুর বাজারে শালিশ বৈঠক হওয়ার কথা ছিল। ঐ শালিস বৈঠকে খেশরা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান, আব্দুল গফফার, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। কিন্তু ঐ বৈঠকে পরসম্পদ লোভী আলী মুরাদ আহমেদ উপস্থিত না থাকায় আব্দুল্লাহ আল মামুনের ঘের নিয়ে বিরোধের বিষয়টি মিমাংসা হয়নি। এরই মধ্যে পরিকল্পিতভাবে ঘের কর্মচারী মুরাদ তার স্ত্রী সাকিলা আক্তার যোগসাজসে ঘের মালিক আব্দুল্লাহ আল মামুনকে ফাঁসানোর জন্য নিজের স্ত্রীর গায়ে এসিড লাগিয়ে দগ্ধ করে হাসপাতালে ভর্তি করায় এবং ঘের মালিক আব্দুল্লাহ আল মামুনকে দোষারোপ করার পরিকল্পনা করে। এ নিয়ে পরবর্তীতে ঘের কর্মচারী আলী মুরাদ বাদী হয়ে তালা খানায় অজ্ঞাত নামা একটি ষড়যন্ত্রমূলক, সাজানো ও সম্পুর্ণ মিথ্যা এজাহার দায়ের করেন। আলী মুরাদ একজন দুষ্টু প্রকৃতির ধুরন্দর ব্যক্তি ও মামলাবাজ। সে তার দোসরদের দিয়ে বিভিন্ন অপ-প্রচারে লিপ্ত হয়ে সামাজিকভাবে ঘের মালিক আল মামুনসহ তার পরিবারের সদস্যদের হেয় করে আসছে। এছাড়া তারা সরকার বিরোধী বিভিন্ন কুটকৌশল ও পরিকল্পনা করে থাকে। ফলে এলাকায় অশান্তি বিরাজ করে। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। আমরা উক্ত ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবিষয়ে পুলিশ প্রশাসন ও উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান সরদার প্রমুখ।