লিটন সরকার : আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন কেয়া বসু।রবিবার বেলা ১২ টায় স্কুলের সভাপতি উত্তম কুমার সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীধর কুমার দাশের পরিচালনায় কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক কবিতা বিশ্বাস, ঋতুপর্ণা বসাক, দেবজানি দাশ, শ্যামলী সরকার, অভিভাবক সদস্য আদর আলী, শাহিন আলম, চন্দনা বিশ্বাস, দাতা সদস্য দেব্রত কুমার মন্ডল, মেম্বর মতিয়ার রহমান, বিদ্যুৎসাহী সুব্রত কুমার বিশ্বাস, তাসলিমা বেগম, মাধ্যমিকের সহকারি শিক্ষক সাইদ হাসান, কেয়া রানী বসু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। সভায় কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটির সভাপতি উত্তম কুমার সরকার কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি গঠন করার আহবান জানান।দ্বিতীয় অধিবেশনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীধর কুমার দাশের সভাপতিত্বে ও পরিচালনায় স্কুলের ম্যানেজিং কমিটি পুন:গঠনের আহবান জানান। সভায় সর্বসন্মতিক্রমে এবার সভাপতি উত্তম কুমার সরকারের ভাগ্নে বৌ(মেডিকেল টেকনিশিয়ান এমটিপিআই রবীন্দ্রনাথ দে স্ত্রী) কেয়া রানী বসুকে কন্ঠভোটে সভাপতি ও মাধ্যমিকের সহকারি শিক্ষক সাইদ হাসানকে সহ-সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, অভিভাবক সদস্য আদর আলী, শাহিন আলম ও চন্দনা বিশ্বাস, দাতা সদস্য দেব্রত কুমার মন্ডল, ইউপি সদস্য মতিয়ার রহমান, বিদ্যুৎসাহী সদস্য সুব্রত কুমার বিশ্বাস ও তাসলিমা বেগম, শিক্ষক প্রতিনিধি কবিতা বিশ্বাস এবং বিধি মোতাবেক সাধারণ সম্পাদক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীধর কুমার দাশ। উল্লেখ্য, সকালে স্কুলের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।