হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় গুজব প্রতিরোধ ও মশক নিধনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ – ৩১ জুলাই ২০১৯ দেশব্যাপী মশক নিধন ও পরিষ্কার – পরিচ্ছন্নতা সপ্তাহের অংশ হিসেবে জনসচেতনতা মূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র্যালী বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে র্যালিতে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সূধী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। র্যালি শেষে কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে এবং উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। পরে বালিকা বিদ্যালয়ে মশা মারার ওষুধ স্প্রে করা হয়।