আজ ০৫ জুন ২০২৪ খ্রিঃ, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ বুধবার দুপুর ১.০৫ ঘটিকায় কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৪র্থ ধাপের ভোটগ্রহণ উপলক্ষ্যে খুলনা মহানগরী এলাকার লবণচরা থানা এবং হরিণটানা থানা এলাকার ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় খুলনার জনগণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। ভোটকেন্দ্রে নিয়োজিত অফিসার ও ফোর্সগণের সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে এবং সকল নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর)অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা;অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) জনাব মোহাঃ আহসান হাবীব, পিপিএম; লবণচরা থানার অফিসার ইনচার্জ জনাব মমতাজুল হক; হরিণটানা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম-সহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত অিফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।