যশোর সাতক্ষীরা মহা সড়কের মনিরামপুর সরকারি হাসপাতালের অদুরে ব্যাপারি অটো রাইস মিলের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে ঘুরে দেখে যায় যশোর দিক থেকে আসা ঢাকা মেট্র ড় ১২- ০৪৪০ নাম্বার পানির ট্যাংক বহন করে সাতক্ষীরার দিকে যাচ্ছিল।
ঘটনার স্থল ব্যাপারি অটো রাইসমিলের গেটের সামনে বসে থাকা বিজয় রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫) এর গায়ের উপর দিয়ে উটে জেয়ে ব্যাপারি অটো রাইসমিলের সিকিউরিটি রুমের মধ্যে সজরে আঘাত করে ঘরের সাটার ভেঙ্গে ঘুকে জায়।
এতেই ঘটনা স্থলে আব্দুর রহমান ও গাড়িতে থাকা একজন মারা যায়।
ঘটানি ঘটে আয সোমবার সকাল আনুমানিক সাড়ে ছয়টা বা সাতটার দিকে। উক্ত দুর্ঘটনা কবলিত ট্রাকে থাকা দুইজনের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে তার গ্যান না ফিরায় তাদের পরিচয় পাওয়া যায়নি।