পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের যোগদানের এক মাসের মধ্যে প্রাণ-প্রকৃতি পরিবেশ নতুন করে সজিব হয়ে উঠছে।
স্থানীয়রা আরও জানান খাঁন মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার হিসেবে যোগদানের পর বদলে গেছে থানা পুলিশের চিত্র । পাল্টে গেছে সেবার ধরন। বদলে গেছে পুলিশের আচরণ।
এখন পুলিশ সাধারণ মানুষের কথা মন দিয়ে শোনে। হয়রানি কমে গেছে। মামলা করতে পয়সা লাগে না। থানার প্রধান ফটকগুলোতে ইতিপূর্বে জিডি, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভিআর, চাকরির ভিআরসহ যেকোনো পুলিশি সেবা গ্রহণ করতে টাকা লাগে না-এমন লেখা ব্যানার, ফেস্টুন ঝুলিয়ে দেন। ফলে থানায় দালাল ও ঘুষের দৌরাত্ম্য নেই।
স্থানীয়রা বলেন, এই এসপি যোগদানের পর থেকে কোনো টাকা-পয়সা লেনদেন ছাড়াই মানুষ নিরন্তর সেবা পাচ্ছেন। এলাকায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস নির্মূলসহ নানা কাজে পুলিশ ব্যাপক প্রশংসিত হচ্ছে।
পুলিশের সেবা নিতে আসা সাংবাদিক সোহেল মাহমুদ তার এমন কাজের ভূয়সী প্রশংসা করছেন। অনেকে সামাজিক যোগযোগমাধ্যমে এসব কাজের কথা তুলে ধরছেন।
পুলিশ সুপার নিয়মিত ডিউটিরত অফিসার ও প্রহরীর কাছে খোঁজ নেন কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে কি না। ফলে থানায় কর্মরত সব পুলিশের মধ্যে সাধারণ মানুষের প্রতি ভাল ব্যবহার করার মানসিকতা সৃষ্টি হয়েছে।