তাসলিমা আক্তার,পবিপ্রবি প্রতিনিধি।।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৩-২৪ সেশনের সাধারণ গুচ্ছের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, আইডি কার্ড ও একাডেমিক প্রোফাইল প্রদান করে বরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রফেসর ড.মো: সুজাহাঙ্গীর কবির এবং নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, প্রোক্টর, বিভিন্ন অনুষদের ডিন এবং হলের প্রোভোস্টদের সাথে পরিচয় করিয়ে দেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় করানো হয়। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিধিবিধান ও নিয়মকানুন তুলে ধরা হয় সাধারণ শিক্ষার্থীদের সামনে।
নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, ❝শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে যেন তাদেরও ছাপিয়ে যায় এবং বিশ্বের দরবারে যেন নিজেদের তুলে ধরে পারে আরও যোগ্য হিসেবে ❞ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর তার হাস্যোজ্জ্বল বক্তব্যের মাধমে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের আহ্বান করেন তাদের সন্তানদের খোজ খবর নিয়মিত রাখার জন্যে।
এছাড়া আরও বক্ত রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং তার বক্তব্যে র্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। ছাত্রবিষয়ক উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে পরিচয় দিয়ে শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা রাখেন বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মকানুন রীতিনীতি যথাযথভাবে পাগল করার।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে তাদের অনুভূতি প্রকাশের সুযোগ দেয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে একাডেমিক আইডি কার্ড ও প্রোফাইল প্রদান করা হয়, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য এক বড় সাফল্য হিসেবে বিবেচিত।