নিউজ ডেস্ক: সম্প্রতি ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে’ শীর্ষক দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এ খবর সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে গ্রেপ্তারের শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।