পিরোজপুরের ভান্ডারিয়ায় গণপিটুনিতে সন্দেহভাজন এক চোর নিহত হয়েছে। রোববার ভোররাতে উপজেলার পশারীবুনিয়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সেলিম শাহ (৫০) একই গ্রামের দৌলত শাহ এর ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার ভোররাত তিনটার দিকে সেলিম সহ আরেকজন স্কুল শিক্ষক শহিদুল ইসলাম মালাকার ওরফে ফিরোজ এর ঘরের মেঝে সিঁধ কেটে প্রবেশ করে। এরপর চোরের উপস্থিতি টের পেয়ে ঘরের লোকজনের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে সেলিমকে আটক করে মারধোর করে। এ সময় সেলিমের সাথে থাকা অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে সকালে ফিরোজের বাড়ির সামনের রাস্তার পাশ থেকে নিহত সেলিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তবে সেলিমের ছেলে জসিম দাবি করে, শনিবার রাত ১১টার দিকে তার বাবাকে দুই ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সেলিম আর বাড়িতে ফেরেনি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ভোরবেলা জানতে পারেন যে, তার বাবার মৃতদেহ মালাকার বাড়ির সামনে পড়ে আছে। হত্যাকান্ডের বিষয়ে ভান্ডারিয়া থানার পরিদর্শক মোঃ জিয়া উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।