সবাই মুখে মুখে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার দাবি করলেও তাদের বিচারের জন্য ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে না উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ভোটের রাজনীতিতে আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।