রাজধানীর প্রানকেন্দ্র ঢাকার পল্টন টাওয়ার বিল্ডিংয়ের ৫ম তলায় পটুয়াখালী জেলার স্থায়ী হলরুমে আজীবন সদস্যও সাধারণ সদস্যদের সমন্বয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
০৭/০৯/২০১৯ ইং রোজ শনিবার বিকেল ৫ ঘটিকার সময় বৃহত্তর পটুয়াখালী জেলা সমিতির কার্যকরী সদস্যদের মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সংলিপ্ত আলোচনায় বক্তারা বলেন পটুয়াখালী এখন অনেক কিছুর জন্য বিখ্যাত যেমন কুয়াকাটা সমুদ্র সৈকত, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,কুয়াকাটা বৌদ্ধ মন্দির, কুয়াকাটা তাপ ও বিদ্যুৎ কেন্দ্র, দক্ষিণ এশিয়ার একটি সামুদ্রিক বন্দর পায়রা বন্দর,হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) এর মাজার মোবারক সহ অসংখ্য নিদর্শন রয়েছে বক্তারা আরও বলেন পটুয়াখালী জেলা সমিতির একতা হলে আমরা যে কোন বিপদগ্রস্ত ব্যাক্তিদের পার্শে দারাতে পারবো,এ জন্য কমিটি শক্ত করে করতে হবে পুরাতন কমিটির বিলুপ্তির কথা ও জানান তারা। উক্ত আলোচনা সভায় সংলিপ্ত বক্তৃতা করেন নান্দনিক প্যাকেজিং এর স্বত্বাধিকারী ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃনোমানুর রহমান (নান্নু),এ্যাডঃমোঃশাহীন, মোঃ শাহাজাদা মিয়া,মানবাধিকার কর্মী মোঃআনোয়ার হোসেন, মোঃশহিদুল ইসলাম প্রমূখ।