সুবিধা বঞ্চিত মানুষের সর্বজনীন স্বাস্থ্য সহায়তার জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের আওতায় প্রতিষ্ঠিত হয়েছে “আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সুরক্ষা ফোরাম”। এই ফোরামের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বাস্থ্য সেবায় স্বতস্ফর্ত অংশগ্রহণকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে আগামী ১৭ নভেম্বর ২০১৯, রবিবার, বেলা ৩:০০ টায়, ঢাকা আহছানিয়া মিশনের মিলনায়তন (বাড়ি নং-১৯, সড়ক নং-১২, ধানমন্ডি, ঢাকা) ফোরামের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: মোমিনুর রহমান মামুন এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সেকেন্ড সেঞ্চুরী অ্যাম্বেসেডর লায়ন অধ্যাপক ডা: এম ফখরুল ইসলাম, পিএমজেএফ। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জেলা গভর্নর, জেলা ৩১৫ এ২ লায়ন শেখ আনিসুর রহমান, পিএমজেএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি জনাব কাজী রফিকুল আলম।
উদ্বেধনী অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতি কামনা করছি ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় “আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সুরক্ষা ফোরাম”এর একজন গর্বিত সহযাত্রী হওয়ার অনুরোধ করছি।