ইব্রাহিম, ঢাকা কেরানীগঞ্জ থেকে ।। কেরাণীগঞ্জে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর শহীদ রিয়াজ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহীদ রিয়াজ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চত্বরে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা।
সংক্ষিপ্ত সমাবেশে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, “ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে। সেনা সদস্য হত্যার বিচারও এই মাটিতে হবে। জনগণের রায় উপেক্ষা করে যারা স্বৈরশাসন কায়েম করেছে, তাদের করুণ পরিণতি কেউ রুখতে পারবে না।”
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার ভারত থেকে বসে একেক সময় একেক কথা বলে দেশের জনগণকে উসকানি দিচ্ছে এবং দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। তবে জনগণ সবকিছুর জবাব দেবে এবং এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত করবে।
বিক্ষোভ মিছিলে কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।