ছাত্র-জনতার অভ্যুত্থানে (৩৫ জুলাই/ ৪ আগস্ট) সিলেটের গোলাপগঞ্জে পুলিশের গুলিতে নিহত শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শুক্রবার সিলেটের গোলাপগঞ্জে শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত এবং শহিদের পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সার্কেল এএসপি মো: শাহ আলম, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ।