লিয়াকত হোসেন, রাজশাহী: র্যাব-৫ রাজশাহী তার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতার সাথে গোয়েন্দা এবং আভিযানিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র,গোলাবারুদ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মকভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ রাজশাহী এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গত ২০ নভেম্বর ২০১৯ তারিখে রাত্রী আনুমানিক ১০:৫০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নামাজগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃ সুজন আলী @ বাবু , পিতা-মোঃ আবুল কালাম, সাং-নামাজগ্রাম, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী’কে ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল-০১টি, ওয়ান শুটারগান-০১টি, ম্যাগজিন-০২টি, গুলি-০৫ রাউন্ড, ইয়াবা ট্যাবলেট-২৬৩০ পিস, মোবাইল সেট-০২টি,সীমকার্ড-০৩টি এবং মেমোরীকার্ড-০১টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।