লিয়াকত হোসেন, রাজশাহী : আজ সকাল ১০.৩০ ঘটিকায় রাজশাহী জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২.০০ ঘটিকায় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করা হয়। অপরাধ সভায় রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার মহোদয় মাদক, জংগীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান জোরদার করার জন্য থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করেন। জংগীবাদের বিরুদ্ধে সকলকে তথপর ও সর্তক থাকার ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিতকরতে থানার অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপার নির্দেশ প্রদান করেন। । এছাড়া প্রশংসনীয় কাজের জন্য দুইজন অফিসারকে পুরস্কৃত করা হয়।