মোঃ এনামুল হক :ঢাকা জেলার শিল্পান্চল আশুলিয়ায় পুলিশের উপর হামলা সহ ও সরকারী কাজে বাধার অভিযোগে দেলোয়ার জমিদার ও তার স্ত্রী মাহমুদাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এক এসআই সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার জামগড়া ভুঁইয়া পাড়া এলাকার দেলোয়ার জমিদারের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আহতরা হলেন- আশুলিয়া থানার এসআই অহিদ মিয়া, কনস্টেবল জুয়েল, লাল মিয়া ও গাড়ির ড্রাইভার আতাউর রহমান।
পুলিশ জানায়, সুমাইয়া নামের এক মেয়ে অন্য এক ছেলের সাথে পালিয়ে আসে বেশ কয়েকদিন আগে। তারা পালিয়ে এসে দেলোয়ার জমিদারের বাড়িতে বাসাভাড়া করে থাকতে শুরু করেন। এ খবর পেয়ে মেয়ের বড় ভাই বিল্লাল হোসেন (২০) ও বড় বোন মাহমুদা (৩৫) মিলে তাকে উদ্ধারে আসে। পরে দেলোয়ার জমিদার তাদেরকে জিম্মি করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে তারা পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাইনে ফোন করে। ফোন কল পেয়ে পুলিশ দেলোয়ার জমিদারের বাড়িতে জিম্মিদের উদ্ধারে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়।
এ হামলার ঘটনায় আশুলিয়া থানার এসআই অহিদ মিয়া বলেন, বিল্লাল হোসেন (২০) ও বড় বোন মাহমুদা (৩৫) কে জিম্মি করে ২ লক্ষ টাকা চাঁদা চেয়ে অত্যাচার করছে দেলোয়ার জমিদার ও তার লোক জন, এমন ফোন কলের ভিত্তিতে জিম্মিদের উদ্ধার করতে গেলে দেলোয়ার জমিদার ও তার লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় দেলোয়ার জমিদার ও তার স্ত্রী মাহমুদা কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।সেই সাথে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমি নিজেও গুরত্বর আহত হয়েছি।
এ ঘটনায় হামলা কারিদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলেছে বলেও জানান তিনি।