হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে আন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও নবযাত্রা প্রকল্প ইউএসএআইডি খাদ্য নিরাপত্ত উন্নয়ন কার্যক্রম এবং উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্প এর সহযোগতিায় আন্র্Íজাতিক মানবাধিকার দিবসে “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিগঞ্জ অফিসার্স কল্যান ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবযাত্রার কালিগঞ্জ ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লার সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকতার্ কামরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকতার্ শেখ মুজিবর রহমান, কালিগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, মানবাধিকার কমর্ী ওয়াহিদুর রহমান ছোট, উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ম্যানেজার আলমীর হোসেন, কামাল হোসেন, নবযাত্রা সুশীলন এর উপজেলা সমন্বকারী আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় সরকারী কর্মকতার্, সংবাদিক, এনজিও প্রতিনিধি, সূধি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।