হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে ৪শ ৫০ গ্রাম গাঁজা সহ আছের আলী (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের আকবর আলী তরফদারের পুত্র।
থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৭ টায় উপজেলার পিরোজপুর আছের আলীর বাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে একটি পলিথিনে মোড়ক করানো ৪শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় থানার উপ-পরিদর্শক অনুপ সরকার বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করেছে। থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন গাঁজাসহ আছের আলীর আটকের বিষয়টি স্বীকার করে বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যবত আছে। মাদক নির্মুলে আমি সকলের সহযোগীতা চাই। কালিগঞ্জ থানা এলাকায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মুলে আমি সদা সচেষ্ট।