নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃ
জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন (মঞ্জু) এম’পি এর নির্দেশ পালন করার লক্ষে। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ১নং পাড়েরহাট জাতীয় পার্টি জে’পি শ্রমিক পার্টি’র কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে ১নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদে সভার মাধ্যমে সভাপতি মো.সাখাওয়াৎ হোসেন (লিটন), ও সাধারন সম্পাদক মো.সালেক হাওলাদার, সহ ৭১ বিশিষ্ট পুর্নঙ্গ কমিটির অনুমদন দেন জাতীয় পার্টি জে’পি শ্রমিক পার্টি’র সভাপতি মো.আবুল বাশার মৃধা, ও সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম আকন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি জেপি’র যুগ্ম আহবায়ক মো.সাহা-আলম হাওলাদার, যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ দুলাল, যুগ্ম সদস্য সচিব হারুন আর রশিদ পান্না, সাবেক সাংগঠনিক সম্পাদক রানা বাচ্চু, উপজেলা জে’পি শ্রমিক পার্টি’র সভাপতি মো.আবুল বাশার মৃধা, সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম আকন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা জে’পি মহিলা পার্টি’র সভাপতি রাজিয়া সুলতানা (রানি) প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে সাবেক সফল মন্ত্রী ও জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন (মঞ্জু) এম’পি এর বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জে’পি শ্রমিক পার্টি’র সহ সভাপতি সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী, ১নং পাড়েরহাট ইউনিয়ন জেপি’র যুগ্ম আহবায়ক মইনুল হোসেন (মালেক), সদস্য সচিব মো.নুরুল ইসলাম সরদার, সহ জে’পি এবং অন্যান্য সংগঠনের নেতা কর্মী বৃন্দরা।