হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার তিন দিনব্যাপী সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর রহমান সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন ভলিবল ব্যাডমিন্টন ক্রিকেট খেলায় দলগত চ্যাম্পিয়ন রানার্সআপ এবং বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বালক বালিকাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সুকুমার দাশ বাচ্ছু।