মোঃ এনামুল হক :দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করনের লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমন, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক নির্মূলে ও শান্তি জন-শৃংখলা রক্ষায় র্যাব ফোর্সেস কাজ করে আসছে। চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে র্যাব সহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনী একযোগে কাজ করে আসছে। প্রশ্নপত্র ফাঁস রোধে র্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ওয়েব সাইট গুলোতে কঠোর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করতঃ পরীক্ষার কেন্দ্র ও কোচিং সেন্টার সমূহ গোয়েন্দা নজরদারীর আওতায় নিয়ে আসে। এছাড়াও পরীক্ষা চলাকালীন সময়ে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
র্যাবের বিভিন্ন সাফল্য জনক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি দল বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তদারকী করে ভূয়া প্রশ্নপত্র প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রকে সনাক্ত করতে সক্ষম হন এবং দ্রুত সময়ের মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ০৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সোমবার র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী সংক্রান্তে চক্রের (১) সামিউল আজমাইন (১৮), জেলা- বরগুনা, (২) মোঃ আল আলিফ হোসাইন আলিফ (১৮), জেলা- নীলফামারী এবং (৩) জামিল আল মামুন তন্ময় (১৮), জেলা-সাতক্ষীরা (৪) মোঃ মনিরুল ইসলাম পাপ্পু (২০), জেলা- ঢাকাদের গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ভূয়া প্রশ্নপত্র ফাঁস এবং অর্থ হাতিয়ে নেওয়া সংক্রান্তে প্রতারক চক্রের সহিত সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, এই চক্রটি ইতোপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন এ্যাপস ব্যবহার করে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল।
তারা আরো জানায় চলমান এসএসসি পরীক্ষাকে পুঁজি করে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রটি বিভিন্ন ধরনের প্রতারনা মূলক কার্যক্রমে লিপ্ত থেকে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের এ্যাপস্ এ ভুয়া প্রশ্নপত্র ফাঁসকরে এসএসসির কোমলমতি পরিক্ষার্থীদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। বিনিময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীরা প্রশ্নের আশায় বসে থেকে পড়া লেখা না করে প্রশ্নপত্র কিনতে গিয়ে প্রতারিত হয়। এবিষয়ে সকল অভিভাবকদের সচেতনতামূলক উদ্যোগ দরকার। গ্রেফতারকৃত প্রতারকরা বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক ও অনার্স এ অধ্যয়নরত। প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের বাকি সদস্যদের অবিলম্বে গ্রেফতারের জন্য র্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এবং গ্রেফতারকৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।