বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে
দরগাহপুরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন

দরগাহপুরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন

আশাশুনি প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব শেখ ইউসুফ হারুন নিজ জন্মভূমি আশাশুনি উপজেলার দরগাহপুরে দিনভর সফর করেছেন। শুক্রবার সকালে তিনি দরগাহপুরে পৌছে তিনি প্রথমে দরগাহপুর ছিদ্দিকীয়া আলিম মাদরাসায় গমন করেন। এরপর তিনি একে একে ৩৭ নং দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাহপুর বাগদাদিয়া রহমানিয়া হাফিজীয়া মাদরাসা, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদ, দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুল, দক্ষিণ বাংলা অন লাইন পত্রিকা অফিস এবং দরগাহপুরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গমন করেন। এক পর্যায়ে তিনি আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথেও কথা বলেন। সচিব ইউসুফ হারুনের সফর কালে, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলি, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি মীর আলিফ রেজা, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, লক্ষ্মীখোলা ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবর রহমান, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সদস্য সোহরাব হোসেন, এম এম নুর আলম, দক্ষিণ বাংলা অন লাইন পত্রিকার সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমানসহ আশাশুনি প্রেসক্লাব ও দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্নস্থান পরিদর্শনকালে শেখ ইউসুফ হারুন সকল স্থানের বিস্তারিত খোঁজখবর নেন, সমস্যার কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন, নদী খনন, স্টেডিয়ামের সড়ক উন্নয়ন, বাইপাস সড়ক নির্মান, স্কুলের বিল্ডিং ও ছিদ্দিকীয়া মাদারাসার মসজিদের ছাদ নির্মানসহ বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে আশ্বস্থ করেন। এছাড়া প্রেসক্লাবের উন্নয়নের বিষয়টিও তিনি মনে রাখবেন বলে জানান। সবশেষে বিকাল ৪.৩০ টায় তিনি পাইকগাছায় গমন করেন।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com