লিয়াকত হোসেন রাজশাহী:রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবা উপজেলার পাকুরিয়ায় আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে মেয়র বলেন, প্রকৌশলীদের মাধ্যমে দেশের অধিকাংশ উন্নয়ন কাজ হয়। রাজশাহী সিটি কর্পোরেশনেও এটি ব্যক্তিক্রম নয়। আপনাদের (প্রকৌশলী) উপর বিভিন্ন চাপ থাকলেও আপনারা কাজের গুনগত মানের সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। জনগণের অর্থের অপচয় হয় এমন কাজ করা যাবে না।
বনভোজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খন্দকার খায়রুল বাসার। বিশেষ অতিথির বক্তব্য দেন নগর অবকাঠামো ও পূর্ত স্থায়ী কমিটির সভাপতি ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, নির্বাহী প্রকৌশলী (প্লানিং) মোঃ গোলাম মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র‘র একান্ত সচিব মোঃ আলমগীর কবির, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষারসহ প্রকৌশলী বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।