আজ সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর ও ভিক্ষুকমুক্ত সাতক্ষীরা বিনির্মাণ কার্যক্রম বাস্তবায়ন” সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ হুসাইন শওকত, উপপরিচালক স্থানীয় সরকার, সাতক্ষীরা এঁর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এস এম মোস্তফা কামাল, জেলা প্রশাসক, সাতক্ষীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন দলের নয়, রাষ্ট্রের” উল্লেখ করে মুজিববর্ষে জনপ্রতিনিধিদের এমন ভাবে কর্মসূচি নিতে বলেন যার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
অতিরিক্ত বাজেট না নিয়ে যে বাজেট আছে তার আলোকে কর্মসূচি পালনের কথা বলেন।ভিক্ষুক মুক্তকরণ, পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর এবং স্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণের তাগিদ দেন জেলা প্রশাসক মহোদয়।