মোঃ জাবের হোসেন : সাতক্ষীরা জেলার আশাশুনি সদর ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) ও উন্নয়ন-এর সহযোগিতায় এবং সাইটসেভার্স-এর আর্থিক সহযোগিতায় চক্ষু ক্যাম্প -২০২০ অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ উন্নয়ন সমৃদ্ধি কর্মসূচির আওতায় আশাশুনি সদর ইউনিয়নে সংস্থার উন্নয়ন অফিসে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ক্যাম্পে নারী, শিশু, বৃদ্ধ ও এলাকার সাধারণ রোগীকে চিকিৎসাপত্র প্রদান করা হয়।
চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন,সাইটসেভার্স প্রতিনিধি,বিএনএসবি হাসপাতালের প্রতিনিধি, আশাশুনি সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী মো. তারিকুর রহমান,শাখা ব্যবস্থাপক অতীশ দিপঙ্কর মণ্ডল,স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন, এমআইএস অফিসার সাজ্জাদ হুসাইন,উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা জয়দেব মল্লিক,সকল ওয়ার্ড স্বাস্থ্য পরিদর্শকগন প্রমুখ।
চক্ষু ক্যাম্পে মোট ২৪৪ জন রোগিকে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান করা হয়, যারমধ্যে ৩৮ জন রোগিকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।