মোহাম্মদ আল-আমিন,অনলাইন ডেস্ক: ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একটি দিন। সুদীর্ঘকালের আপোসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান।
পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন জনাব র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি, সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় অনার অব গার্ড প্রদান করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ, এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে জাতির পিতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’