তিনি আরো বলেন, ‘বছরে একবার প্রতিযোগিতা করে সেটা শিক্ষার্থীদের শিক্ষা দেয় যে, সারা বছরই শিক্ষার্থীরা এভাবে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকো। এটা সারা বছরের জন্য শিক্ষা। সারা বছরই ছাত্রছাত্রীদেরকে খেলাধুলার সাথে থাকতে হবে। সারাবছরই লেখাপড়ার পাশাপাশি বিকালে বা সকালে নিজেকে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে। যাতে শরীর ও মন ভাল থাকে। এতে লেখাপড়াও ভাল হয়। অন্যথায় অলস সময়টা আমাদের নিয়ে যায় খারাপ ও পথভ্রষ্ট পথে আমাদের নিয়ে যায়। অভিভাবকদের উচিৎ তার সন্তানদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে ধাবিত করে সুসন্তান হিসেবে গড়ে তোলা।
মাইজপাড়া ডিগ্রী কলেজ গভর্নিংবডির সভাপতি জাতীয় ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুবুর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক কে.এম. রব্বানী, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছলেমান মোল্যা, গভর্নিংবডির সদস্য মোঃ আনিচুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কৃষ্ণপদ সাহা।
এর আগে গত ৭মার্চ দুদিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। বক্তব্যকালে সোহরাব হোসেন বিশ্বাস কলেজের অবকাঠামো উন্নয়নে ৫লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন।
মাইজপাড়া ডিগ্রী কলেজের আয়োজনে দু’দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় দৌড়, লাফ, চাটকি নিক্ষেপ, কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীতসহ বিভিন্ন ইভেন্টে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।