পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ পীরগঞ্জ উপজেলার ৯ নং ইউনিয়নের কেশবপুর গ্রামে স্বামীর উপর অভিমান করে এক গৃহবধু আত্মহত্যা করেছে। নিহত গৃহবধু উপজেলার চককরিম গ্রামের আলহাজ আমিন মিয়ার কন্যা রোকেয়া বেগম (২০) ।
এলাকাবাসী ও নিহতের পরিবার বলছে, প্রায় ১বছর পুর্বে কেশবপুর গ্রামের মৃত-ওয়াহেদ মিয়ার পুত্র হাফেজ মোহাম্মদ রোমান মিয়ার সাথে রোকেয়ার বিবাহ হয়। বিবাহের পর থেকেই রোমান মিয়া স্ত্রী রোকেয়ার উপর মানষিক নির্যাতন চালাত। নির্যাতনের কারনে প্রায় সময় বাবার বাড়ীতে থাকতো। দীর্ঘ ১০দিন রোকেয়া বেগম বাবার বাড়ীতে থাকার পর গত সোমবার বিকালে স্বামী রোমান এর বাড়ীতে যায় । অই রাতেই রোকেয়ার উপর চলে নানা মানসিক নির্যাতন। গভীররাতে স্বামীর বাড়ীতে কীটনাষক পান করে শুয়ে পরে রোকেয়া। অবস্থা বেগতিক দেখে ভোররাতে স্বামীর পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার মৃত্যু হয় । এ দিকে মেয়ের মৃত্যুর সংবাদে পিতা আলহাজ আমিন মিয়া স্ট্রোক করে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তাহার অবস্থাও আশংকাজনক। গত ভোররাতে গৃহবধুর মৃত্যু হলেও বিকেল ৪ টা পর্যন্ত নিহতের লাশ মর্গে প্রেরন বা দাফন করা হয়নি। তবে রোকেয়া ৫/৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলো বলে স্থানীয় প্রতিবেশিরা জানায় । এ বিষয়ে পীরগঞ্জ থানার
অপারেশন ওসি মাহাবুবার এর সাথে মুঠোফোনে কথাহলে তিনি বলেন, আমরা স্পটেই আছি, দেখি কি করা যায়। অপরদিকে উক্ত ইউনিযনের চেয়ারম্যান ময়না মাষ্টার এর সঙ্গে কথা হলে তিনি বলেন, মহিলা মানুষ আত্মহত্যা করেছে তাই ঝামেলা না করাই ভাল।