সাহিত্য ও সংস্কৃতি

স্বরবৃত্ত - বিজয় নিশান । । শামীমা আক্তার

স্বরবৃত্ত - বিজয় নিশান । । শামীমা আক্তার

        বিজয় নিশান 

 রক্তে লিখা মানচিত্র মোর
    ক্যামনে করবি- শেষ?
  বাবা ভাইয়ের রক্ত খেয়ে
      স্বাধীন হইছে দেশ।

 নিজ্ তরে নয় পরের তরে
     প্রাণ করছে যে দান,
কেমন করে গাইছিস রে ভাই
      বিপক্ষে তার গান?

  যাদের তরে উড়াস আজি
       বিজয় নিশান ভাই,
 তাদের মূল্য বাংলাতে ক্যান
        যথা যোগ্যে- নাই।


✍️ শামীমা আক্তার