অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা, নারী-শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ, আইন সহায়তা, সালিশের মাধ্যমে বিরোধ মিমাংসা এবং সমাজিক উন্নয়নে অগ্র ভূমিকা পালন করায় স্টার বাংলাদেশ এওয়ার্ড ২০২৫ পেয়েছেন দৈনিক যুবদৃষ্টি অনলাইন প্রত্রিকার প্রকাশক- সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সোসাইটি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সাতক্ষীরা জেলা সভাপতি সাংবাদিক এসএম বাদশা হোসেন।
গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা অডিটরিয়ামে অনুষ্ঠিত ফিল্ম মিডিয়া ও টিভি মিডিয়া'র সৌজন্যে এ'এওয়ার্ড প্রদান করাহয়।