রাজনীতি

এনসিপি'তে জায়গা হলো না ইকরামের

এনসিপি'তে জায়গা হলো না ইকরামের

মোঃ আল-আমীন, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-৩ আসনের রাজনৈতিক নেত্রীত্বে বরাবরের মতো জনপ্রিয় ইকরাম হোসাইন এবার হতাশ হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম কিনে গণসংযোগ চালানো এই নেতা দলের নীতি নির্ধারকরা অবহেলিত পোস্টে রেখে দিয়েছেন।

নিউজ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ইকরাম হোসাইন ছিল নেতৃস্থানীয়, হাজার হাজার ছাত্র-নেতাকে নেতৃত্ব প্রদান করেছেন। কিন্তু এবার এনসিপির মনোনয়ন বিতরণে দলের নীতি নির্ধারকরা অর্থের প্রভাবের কাছে প্রাধান্য দিয়ে অনাগত সম্পর্কের ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন।

কিশোরগঞ্জ জেলা কমিটিতেও বর্তমান এনসিপির কার্যক্রমে রাজনৈতিক প্রভাব এবং অবস্থান নিয়ে সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, “এনসিপি তার মূল চেতনা থেকে দূরে সরে গিয়ে স্থানীয় জনতাকে উপেক্ষা করছে।”

ইকরাম হোসাইন নিজের হতাশা প্রকাশ করে বলেছেন, “আমি যে চেতনার সঙ্গে রাজপথে ছিলাম, সেই আদর্শ এখন দলের নেতৃত্বের কাছে গুরুত্ব পায়নি। জনগণকে সেবা করার সুযোগ থেকে আমি বঞ্চিত হয়েছি।