রাজনীতি

জৈন্তাপুরে হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল করায়' ছাত্রদলের দুইনেতা বহিষ্কার’ উপজেলা জুড়ে উত্তেজনা

জৈন্তাপুরে হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল করায়' ছাত্রদলের দুইনেতা বহিষ্কার’ উপজেলা জুড়ে উত্তেজনা

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) : সিলেটের জৈন্তাপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন।

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজকে বহিষ্কার করা হয়।

বিনা নোটিশে এমন কঠোর সিদ্ধান্তের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন বহিষ্কৃত সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজ। তিনি দাবি করেন, জুলাই বিপ্লবের পরিচিতি মূখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে হরিপুর বাজারে ছাত্র-জনতার আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে তিনি ও সভাপতি সুয়েব আহমেদ নৈতিক দায়িত্ববোধ থেকে অংশ নিয়েছিলেন। বিএনপির জাতীয় নেতৃবৃন্দ যেখানে হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সেখানে তাদের অংশগ্রহণকে কেন্দ্র করে একটি পক্ষ ব্যক্তিগত আক্রোষ ও ষড়যন্ত্রমূলকভাবে এই বহিষ্কারাদেশ প্রদান করেছে বলে তিনি অভিযোগ করেন।

কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই নেওয়া এই সিদ্ধান্তকে তিনি সাংগঠনিক নিয়মবহির্ভূত ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেন। উদ্ভূত পরিস্থিতি ও সুবিচারের আশায় তারা বিষয়টি সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী, উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের নজরে এনেছেন। দ্রুত এই আদেশ প্রত্যাহার না হলে সিনিয়র নেতৃবৃন্দের সাথে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে বহিষ্কারের সংবাদ ছড়িয়ে পড়লে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শনিবার রাতেই হরিপুর বাজারে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন উত্তেজিত নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা ৪৮ ঘন্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে আপাতত প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছেন।

এই বিষয়ে মন্তব্যের জন্য জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

অন্যদিকে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন দিনার জানিয়েছেন, তিনি জরুরি প্রয়োজনে সিলেটের বাইরে অবস্থান করছেন তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।