রাজনীতি

বাগেরহাট ২( সদর-কচুয়া)  বিএন'পির প্রার্থী বিশাল র‍্যালি, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বাগেরহাট ২( সদর-কচুয়া)  বিএন'পির প্রার্থী বিশাল র‍্যালি, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাট-২ (সদর -কচুয়া) আসনে বিএন'পি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেনের সমর্থনে একটি বিশাল নির্বাচনী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত  কর্মসূচিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণ: আজ সকালে বাগেরহাট সদরের প্রধান প্রধান সড়কে বিশাল র‍্যালি বের করা হয়। এতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে করে,  এই সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেলেও যানজটের সৃষ্টি হয়।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণায় জনসভা বা বড় ধরনের শো-ডাউনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট বিধিমালা রয়েছে, এই র‍্যালির ক্ষেত্রে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। বিশেষ করে পূর্বানুমতি ছাড়া জনসমাগম এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোয় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট এলাকার ভোটার ও সচেতন মহলের মতে, বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ কাম্য, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ না হয়।

প্রার্থীর প্রতিক্রিয়া: এ বিষয়ে ব্যারিস্টার জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। তবে কোনো সুনির্দিষ্ট বিধিমালা লঙ্ঘিত হয়ে থাকলে তা খতিয়ে দেখে পরবর্তী কর্মসূচিতে সতর্ক থাকার আশ্বাস দেন তিনি।

স্থানীয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী মাঠে কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।