আইন ও বিচার

ছাতকে অপারেশন ডেভিল হান্ট-২ ও ওয়ারেন্টভুক্তসহ ৩ আসামি গ্রেফতার

ছাতকে অপারেশন ডেভিল হান্ট-২ ও ওয়ারেন্টভুক্তসহ ৩ আসামি গ্রেফতার

সেলিম মাহবুব, ছাতক (সুনামগঞ্জ) : ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি ও অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) এর মামলার দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামি হলেন— ইসলামপুর ইউনিয়নের পাথারীপুর গ্রামের মো. কাফরুল মিয়ার পুত্র মো. কাজল মিয়া। তার বিরুদ্ধে দায়রা মামলা নম্বর ৫৯৭/২০২৪সিআর-২৬/২০২৪ (ছাতক) চলমান রয়েছে।

এছাড়া অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) এর আওতায় গ্রেফতার করা হয় ছাতক থানার এফআইআর নম্বর-২৮, জিআর নম্বর-২১৬, তারিখ ২২ জুলাই ২০২৫ অনুযায়ী দায়ের করা মামলার আসামিদের। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫০ ধারায় রুজু করা হয়েছে।

ডেভিল হান্ট (২) এর গ্রেফতারকৃত দুই আসামি হলেন—
সৈদেরগাঁও-গোবিন্দগঞ্জ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহমদ (৫৪) এবং
ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের শাবাজ মিয়ার পুত্র, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমদ (৩০)

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত তিন আসামিকে সুনামগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে