আইন ও বিচার

ফরিদপুরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য আটক

ফরিদপুরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য আটক

এরফান আলী, ফরিদপুর : ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল ক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ফরিদপুরসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হচ্ছে চোরাই মোটরসাইকেল।

স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মোটরসাইকেল চুরি রোধে নিয়মিত অভিযান চালানো হলে অপরাধ অনেকাংশে কমে আসবে।