হবিগঞ্জ, ১১ ডিসেম্বর ২০২৫ : হবিগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে আজ কন্সটেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মাসুদ রানাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার।
পদোন্নতির এই বিশেষ অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা’কে আন্তরিক অভিনন্দন জানান। তিনি তার প্রতি আহ্বান জানান, দায়িত্ব পালন করতে সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয়ে পুলিশ সুপার মহোদয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে নতুন দায়িত্ব পালনে কোনো বাধা না আসে এবং পুলিশ সদস্যের কর্মদক্ষতা বৃদ্ধি পায়।
এ ধরনের পদোন্নতি অনুষ্ঠান পুলিশ বিভাগের মধ্যে অনুপ্রেরণা বৃদ্ধি করে এবং অফিসারদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা দৃঢ় করতে সহায়ক হিসেবে কাজ করে।