জাতীয়

তাহিরপুর উপজেলায়"বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ"-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাহিরপুর উপজেলায়"বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ"-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

আব্দুল আলীম ইমতিয়াজ।। 

তাহিরপুর উপজেলায় “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ”-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 (১৫ জুন) বিকেলে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  এ অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন (বাগছাস)সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তানভীর আহমেদ চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এন.ডি উছমান গণি, সাইমন আহমেদ শিহাব, রেদওয়ানুল হক নিহাল,নাইম আহমেদ অন্তর,শরিফ হোসেন মানিক,সাব্বির আহমেদ সামি, শরিফ হোসেন মিজান, আরাফাত পীর,  এবং  প্রমুখ।

উক্ত সভার সঞ্চালনায় ছিলেন (বাগছাস)সুনামগঞ্জ জেলার প্রতিনিধি "সাইমন আহমেদ শিহাব"

সভায় বক্তারা বলেন, ছাত্রসমাজই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল চালিকাশক্তি। শিক্ষার অধিকার, গণতান্ত্রিক চেতনা ও সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তাহিরপুরে এই সংগঠনের কার্যক্রমকে তৃণমূলে বিস্তৃত করতে ছাত্রসমাজের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশ অপরিহার্য।

এসময় উপস্থিত ছাত্র প্রতিনিধিরা তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা, শিক্ষার্থীদের দাবিদাওয়া এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে মতামত তুলে ধরেন।

সভা শেষে এক সাংগঠনিক পর্যালোচনায়, ইউনিট কমিটি গঠন, সদস্য সংগ্রহ অভিযান ও ভবিষ্যতে সচেতনতামূলক কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়।

শিক্ষা ঐক্য মুক্তির শপথে উজ্জীবিত হয়ে সভা সফলভাবে শেষ হয়।