আলী আহসান রবি : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাথে বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২:০০টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই সমঝোতার আওতায় দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক ও এর আশপাশ এলাকার অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া প্রদান করার লক্ষ্যে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরে একটি স্যাটেলাইট ফায়ার স্টেশনের ন্যায় সার্বক্ষণিক জনবল ও গাড়ি-পাম্প মোতায়েন থাকবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদের ১৩ জন সদস্য গাড়ি-পাম্প ও সাজ-সরঞ্জামসহ এখানে অবস্থান করবেন।
ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস) এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে জনাব মোঃ রিয়াদ ফারজান্দ, যুগ্মপরিচালক, এইচআরডি-১ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোঃ নিয়ামুল কবির, সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি; পরিচালক (এইচআরডি-১) জনাব মোঃ জবদুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পদস্থ কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি; উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) জনাব মোঃ মামুনুর রশিদ, পিএফএম; সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পিএফএমসহ অন্য কর্মকর্তাবৃন্দ। লেখা ও ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।