আব্দুল আলীম ইমতিয়াজ :
কৃষক ধান দিতে গিয়ে হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে,কোন ধরনের অনিয়ম করা যাবেনা,কৃষক কে মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, পাশাপাশি এ বছর কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে, যা অতীতে কেউ করেনি।
তিনি আরো বলেন, এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে। আর কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা।’
২৪ (এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সিএসডি খাদ্য গুদাম পরিদর্শন, খাদ্য গুদামে খাদ্যের আদ্রতা নির্ণয়।
‘কৃষকরা হলো দেশ উন্নয়নের প্রথম সারির সৈনিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পায়ে ফেলে তারা যে ফসল ফলায়, তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্য জোগান হয়।’
তিনি আরো বলেন, খাদ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।
ধান সংগ্রহে কৃষকদের কাছে কোন সিন্ডিকেট যাতে কাজ না করে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি এ সময় হাওরের ধান সংগ্রহের সমস্যা, ধান শুকানোর জন্য পর্যাপ্ত কলা সমাস্যা, ফসল সংরক্ষণ ও এগুলোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।
ধান সংগ্রহের শুভ উদ্বোধনের সময় উপস্থিতি ছিলেন উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ মোহাম্মদ সায়েদুল ইসলাম, খাদ্য পরিদর্শক মো: নুরুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক কমিটির সদস্য জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান উজ্জল,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, সাবেক ছাত্রনেতা সাইদুল কিবরিয়া, সাবেক দ্বিজেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, তাহিরপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, ইউ/পি সদস্য মোঃ শফিকুল ইসলাম, ওয়াশিম পারভেজ প্রমুখ।
এবার ধান সংগ্রহ করবে ১ হাজার ৮৮মেট্রিক টন।