জাতীয়

তের বছরের মিরাজ নিখোঁজ, কাঁদছে পরিবার

তের বছরের মিরাজ নিখোঁজ, কাঁদছে পরিবার

 

 


কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: মোঃ লুকাস মিয়া।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার তের বছর বয়সী এক কিশোর গত বুধবার থেকে নিখোঁজ রয়েছে।
মিরাজ নামের ওই কিশোর মাদ্রাসায় যাওয়ার কথা বলে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। নিখোঁজ মিরাজ দক্ষিণ ঘনেশ্যাম এলাকার সামিউল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বইখাতা নিয়ে বের হয়েছিল মিরাজ। কিন্তু দিনশেষেও বাড়ি না ফেরায় চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং স্থানীয় এলাকাগুলোতেও খোঁজ করা হয়, কিন্তু মিরাজের সন্ধান মেলেনি।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অনুসন্ধান চালানো হচ্ছে।

মিরাজের নিখোঁজ হওয়ার খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা, কাঁদছেন পরিবারের অন্য সদস্যরাও। 

নিখোঁজ মিরাজের খোঁজ পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে—
📞 [01794942342/ 01341347341]

আপনার একটি শেয়ার, একটি ফোন কলে ফিরে আসতে পারে মিরাজ। আলোকিত হতে পারে একটি অন্ধকারে ডুবে যাওয়া পরিবার।