সারাদেশ

বিয়ের ১ বছর পার হ‌ওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু সাবেক মেম্বার হিরণ মিয়ার

বিয়ের ১ বছর পার হ‌ওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু সাবেক মেম্বার হিরণ মিয়ার

মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ : বিয়ের ১বছর পার হ‌ওয়ার আগেই সিলেট -ঢাকা মহাসড়কের নাজিরবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিশ্বনাথের সাবেক মেম্বার হিরণ মিয়া (৪২)। গতকাল মঙ্গলবার রাতে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি নিহত হন। হিরণ মিয়া বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের সাবেক দুবারের নির্বাচিত মেম্বার ছিলেন।

তিনি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব পাড়া নোয়াগাঁও গ্রামের মৃত হাজী আস্তফা মিয়ার পুত্র এবং বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহবায়ক।


এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলীয় নির্বাচনী কাজের অংশ হিসেবে বিশ্বনাথ থেকে নাজির বাজারে নিজ মোটর সাইকেলযোগে আসছিলেন বিশ্বনাথ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও সাবেক মেম্বার হিরণ মিয়া।

পথিমধ্যে নাজির বাজারে আসা মাত্রই পিছন থেকে আকিজ হেলথ কেয়ার এন্ড হাইজিন লিমিটেডের ঢাকা মেট্রো ম ১১-৪০৫০ নম্বরের একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা মারে।

এসময় পথচারীরা কাভার্ড ভ্যানটি আটক করে এবং মূমূর্ষ অবস্থায় হিরণ মিয়াকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেইন আহমদ প্রভেল লাশ নিয়ে দক্ষিণ সুরমা থানায় রয়েছেন প্রয়োজনীয় আইনী কাজ সম্পাদনের জন্য।

বিয়ের ১বছর পার হ‌ওয়ার আগেই মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের সাবেক এই মেম্বার ও তরুণ রাজনীতিবিদ এমন প্রয়াণ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।