আলী আহসান রবি : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় র্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা, ইয়াবা, চোরাই মোবাইল ও দেশীয় অস্ত্রসহ ৫৩ জন গ্রেপ্তার।
বাংলাদেশ আমার অহংকার" এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, বুদ্ধিজীবি কবরস্থান, লাউতলা, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা গার্ডেন সিটি, ৪০ ফিট এবং নবীনগর এলাকায় অদ্য ২৩/১২/২০২৫ খ্রি. ০৭.০০ ঘটিকায় র্যাব, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা, ইয়াবা, চোরাই মোবাইল ও দেশীয় অস্ত্রসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত আলামতসমূহ:
ক. গাঁজা ৪০ কেজি খ. ইয়াবা- ২০০ পিচ
গ. চাপাতি ও সামুরাই-০৯টি ঘ. ছুরি-১০ টি ৬. চোরাই মোবাইল-১২ টি
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়েছে। র্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সর্ম্পকে স্থানীয় জনসাধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলটেনক্সি মিডিয়া হতে তথ্য পায় র্যাব। ফলশ্রুতিতে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহকিতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও যৌথ বাহিনীর আভিযানিক দল অদ্য ২৩/১২/২০২৫ খ্রি. ০৭.০০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প, বুদ্ধিজীবি কবরস্থান, লাউতলা, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা গার্ডেন সিটি, ৪০ ফিট এবং নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা, ২০০ পিচ ইয়াবা, ৯টি চাপাতি ও সামুরাই, ১০টি ছুরি, ১২টি চোরাই মোবাইলসহ হত্যা, ডাকাতি, মাদক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৫৩ জনকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ ভবিষ্যতে এ ধরনরে অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।