সেলিম মাহবুব : ২৩ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৩টা, ৩৭/২ জামান টাওয়ার কালভার্ট রোডস্থ ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মহিউদ্দিন একরামের সভাপতিিত্বে, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান এর সঞ্চালনায় জরুরি সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান (কাজী জাফর ) মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ বলে বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন আমরা বিগত স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে বুলেটের সামনে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম ভবিষ্যতেও থাকবো। ১২ দলীয় জোটকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর।
জরুরি সভায় আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভাগমন কে স্বাগত জানান নেতারা। শারীরিক অসুস্থতা জনিত কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার উপস্থিত হতে পারে নাই বলে উল্লেখ করা হয়।
জরুরি সভায় সভাপতির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, এলডিপির চেয়ারম্যান এমএ বাসার, ইসলামী ঐক্য জোট চেয়ারম্যান মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ মান্নান। উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা জাকির হোসেন, কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।