স্বপ্না শিমু ।। বাংলাদেশ দূতাবাস আম্মান অত্যন্ত উৎসাহ, আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে জর্ডানের বন্দর নগরী আকাবায় পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে। জর্ডানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, আকাবাস্থ তৈরি পোষাক কারখানার মালিক/প্রতিনিধি এবং বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আকাবার বিভিন্ন কারখানার বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ শোভাযাত্রায়
অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।