বিশ্ব খবর

জর্ডানের বন্দর নগরী আকাবায় পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

জর্ডানের বন্দর নগরী আকাবায় পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
স্বপ্না শিমু ।। বাংলাদেশ দূতাবাস আম্মান অত্যন্ত উৎসাহ, আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে জর্ডানের বন্দর নগরী আকাবায় পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে। জর্ডানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, আকাবাস্থ তৈরি পোষাক কারখানার মালিক/প্রতিনিধি এবং বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আকাবার বিভিন্ন কারখানার বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।